চিনে কনফুসীয়বাদের প্রভাব আলোচনা করো
চিনে কনফুসীয়বাদের প্রভাব আলোচনা করো অথবা, চিনের সমাজ, রাজনীতি ও সংস্কৃতিতে কনফুসীয়বাদের প্রভাব লেখো ভূমিকা কনফুসিয়াস ছিলেন প্রাচীন চিনের সর্বাপেক্ষা প্রভাবশালী ও জনপ্রিয় দার্শনিক ও চিন্তাবিদ। তাঁর শিক্ষা ও দর্শনের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে ‘কনফুসীয়বাদ’। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় বিংশ শতকের সূচনা পর্যন্ত সুদীর্ঘকাল ব্যাপী চিনের সমাজ, রাজনীতি, ধর্ম ও সাংস্কৃতিক জীবনে কনফুসীয়বাদের … Read more