পরিবেশরক্ষায় জলাভূমি – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা 500+ শব্দে
পরিবেশরক্ষায় জলাভূমি – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা জল হল জীবজগতের এক অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রাণীজগৎ ও উদ্ভিদজগৎ উভয়েই জলের ওপর নির্ভরশীল। তাই পরিবেশরক্ষায় জল ও জলাশয়ের অপরিসীম ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধি, বেহিসাবি নগরায়ণ, শিল্পের প্রসার এবং পরিকল্পনাহীন উন্নয়নের বিকৃত বিস্তারে প্রাকৃতিক জলাশয়গুলির অবস্থা বিপন্ন হতে বসেছে। এ কথা আমাদের সকলেরই জানা যে … Read more