মীরাবাঈ কে ছিলেন? তাঁর সম্পর্কে যা জান লেখো

মীরাবাঈ কে ছিলেন? তাঁর সম্পর্কে যা জান লেখো

মীরাবাঈ কে ছিলেন? তাঁর সম্পর্কে যা জান লেখো
মীরাবাঈ কে ছিলেন? তাঁর সম্পর্কে যা জান লেখো

মধ্যযুগে ভারতে ভক্তিবাদী আন্দোলনের একজন খ্যাতনামা সাধিকা হলেন মীরাবাঈ।

ভূমিকা

ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা হলেন মীরাবাঈ। ছিলেন রাজপুত শিশোদীয় রাজপরিবারের কুলবধূ। খুব অল্প বয়স থেকেই তিনি কৃষ্ণপ্রেমে আকৃষ্ট হন। পরবর্তীকালে তিনি কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে সংসার ত্যাগ করেন এবং মথুরা ও বৃন্দাবনে তাঁর ভক্তিবাদী আদর্শ প্রচার করেন।

(1) মতাদর্শ :  তিনি বলতেন প্রেম ও ভক্তির দ্বারাই কেবলমাত্র শ্রীকৃষ্ণ বা গিরিধারীকে লাভ করা সম্ভব। তিনি ভজন বা সংগীতের মধ্য দিয়ে গিরিধারী বা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করতেন। তার এই ভক্তিমূলক সংগীত বা ভজনগুলি ‘মীরার ভজন’ নামে পরিচিত।

অবদান

মধ্যযুগে উত্তর ভারতের ভক্তিবাদী আন্দোলনের বিকাশে মীরাবাঈয়ের অবদান চিরস্মরণীয়। মীরার ভজনগুলি আজও ভারতীয় সংগীতের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন – ছাত্রজীবন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

Leave a Comment